বইপত্র মালদা-চর্চায় বাঁক বদলের দিকচিহ্ন তপোমন ঘোষ মালদা জেলার ইতিহাস গবেষণায় এই বই এক বাঁক বদলের সূচনা করল। অধ্যাপক মুখোপাধ্যায় গতিমুখ নির্ধারণ করে দিয়েছেন। জেলার ইতিহাসচর্চা কোনদিকে হাঁটে, সেটাই এখন দেখার।