সুভাষ বিশ্বাসের দুটি কবিতা
কাপালিক
তোমার মৃত্যুযোগ লেখা খামে উড়ে এসেছে চিঠি
রাত্রির কোলাহলে ঘেমে উঠেছে শ্বেতকরবীর পাতা
শ্বেতকরবী কি কোনও ইঙ্গিত বোঝে
মৃত্যুর করতলে নেমে আসা রাতের এষণা!
এইসব দৃশ্যের ভেতর কখন জেগে ওঠে যজ্ঞ আহুতি
কেউ টের পাওয়ার ভয়ে কুঁকড়ে বসে…