সঙ্গীত সঙ্গীতে রস ও শাস্ত্র বিশ্বদেব মুখোপাধ্যায় কবিতা, সাহিত্য, চিত্র, ভাস্কর্য, এমনকি সঙ্গীতেরও ব্যাকরণটা মুখ্য নয়, ওটা গৌণ বিষয় এবং ভাবই হল সমস্ত শিল্পের মুখ্য বিষয়। ভাব অর্থাৎ রসই হল লক্ষ্য, ব্যাকরণ বড়জোর পথনির্দেশক, তার বেশি নয়।