ব্লগ প্রতিপ্রস্তাব পর্ব ৬ সঞ্জয় মুখোপাধ্যায় আদিগন্ত আকাশ যেহেতু হাতের মুঠোয়, কেউ চট করে খেয়ালও করছে না যে ছবি সংস্কারবশতই ঢুকে পড়েছে ক্লোজ শট অথবা মিড ক্লোজআপের জগতে। মনে করা হচ্ছে ছোট এই জগতে, ছোট ষড়যন্ত্রে সংলাপ ছাড়া আর কীই বা দরকার?