বেঁচে থাকলে একশো বছরই কাজ করে যেতে চাই : জাহিরুল হাসান
যে ভাবনা নিয়ে আমি ইয়ারবুক বের করতে এগিয়ে এসেছিলাম, বিশ্বের আর কোথাও সেভাবে কোনও সাহিত্যকেন্দ্রিক প্রকাশনা হয়নি। অনেক খুঁজেছি, নেই। ঠিকানার বই থাকতে পারে কিন্তু সাহিত্যের রেকর্ড রাখার চেষ্টা নৈব চ।