মাথার ঘাম পায়ে ফেলে, ও আরও কয়েকটুকরো এলোমেলো
গালিভার একটা দেশে গিয়ে দেখলেন সেখানকার একগাদা বাড়িঘর মুখ থুবড়ে পড়ে আছে। কারণ জিজ্ঞেস করতে শুনলেন, ওখানকার নব্য স্থপতিরা আর ভিত থেকে বাড়ি না তুলে ছাত থেকে বাড়ি বানাতে বদ্ধপরিকর হয়েছেন। ফলে ওই ভগ্নস্তূপের সারি। সুইফটের এই আশ্চর্য ঠাট্টা…