ধারাবাহিক উপন্যাস মহানিষ্ক্রমণ পর্ব ৬ বিপুল দাস এ কী! তোমার জামায় এত রক্ত লাগল কেমন করে? দেখি দেখি, কপালেও একটু লেগে রয়েছে। নিশ্চয় পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছ। শিখা, তাড়াতাড়ি আলমারি থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো তো।