ধারাবাহিক উপন্যাস মহানিষ্ক্রমণ পর্ব ৪ বিপুল দাস জীবন আর সহজ সরল নেই। অসম্ভব উচ্চতা থেকে চন্দ্রা ধুলোমাটির নোংরা পৃথিবীতে নেমে এসেছে। চন্দ্রা অক্লেশে মিথ্যে বলেছে, চন্দ্রা অনৈতিক কাজ করে অস্বীকার করেছে। কী আশ্চর্য মানুষের সাইকোলজি।