মহানিষ্ক্রমণ পর্ব ২
রাশভারী সে নয়, তবু কেমন একটা অদৃশ্য শুচিতার বলয় যেন তাকে ঘিরে রাখে। তার সামনে তরল রসিকতা করা যায় না। তার কোঁকড়া চুল, চোখ-মুখের লাবণ্যে একরকম প্রতিমার মতো পবিত্র ব্যাপার আছে। একটু দেবী-দেবী ভাব। এরকম মানুষের সঙ্গে আদিরসাত্মক কোনও কথা বলা…