ভ্রমণ জলবিভাজিকা পথে ইচ্ছেপাড়ি কুমারাকোম মধুছন্দা মিত্র ঘোষ কেরল রাজ্যের প্রায় ৯০০ কিলোমিটার খাঁড়িপথ ঘিরে সে এক অন্য জগৎ। প্রতিদিনের একমাত্র যানবাহন বলতে এই নৌকা। মালয়ালাম ভাষায় এই নৌকাগুলিকে বলা হয় ‘কেট্টুভালম’।