মণিশংকর বিশ্বাসের দুটি কবিতা
সাবিহার জন্য
যদি জল মেশে আরও জলের সাথে
কীভাবে বুঝব, কোন জলে সে ভিজিয়েছিল চুল?
উৎসর্গ করা হবে এইভাবে মুখ ধুয়ে ফেলি—
ক্ষমা করে দাও এই অন্ধকার—
দাও মন্ত্র।
গর্ভবতী মায়ের মতন সাবধানী একটা শালিখ
দূরের জানালা জুড়ে
আলো আসে, কিন্তু…