গল্প ভাল-মন্দের মাঝখানে দেবাশিস গঙ্গোপাধ্যায় দিদি বিয়ে করেনি। উজ্জ্বলও নয়। বাবা-মা মারা গেল। তারা দু’জনে পড়ে আছে। গগন শুধু বিয়ে করেছে। ওর এক ছেলে আছে। সে কত বড়, কার কাছে থাকে, কিছুই জানে না উজ্জ্বলরা। কেমন দেখতে হয়েছে সে? গগন না সুরমার মতো?