গল্প উল্টোপিঠ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমি চুপ করে সেই কান্নাটাই শুনতে থাকি। জীবনে ঐশীর প্রেম পাইনি, চুমু পাইনি, আলিঙ্গন পাইনি, কিন্তু মনে হয়েছিল, এই কান্নাটার আমি একা মালিক। ও আমার কাছেই শুধু এভাবে কাঁদতে পারে।