প্রযুক্তি, তক্কো, গপ্পো শেষ পর্ব
অমলকান্তি এখন চায়, পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার আকাঙ্ক্ষা সকলের মধ্যেই প্রস্ফুটিত হোক। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার শক্তি, ভালকে গ্রহণ, খারাপকে বর্জন আর বিপন্নতার প্রকাণ্ড কাণ্ডটিকে সমূলে উৎপাটিত করার প্রকৃত চেতনা সকলের মধ্যেই গড়ে উঠুক।