বিশেষ রচনা পূর্বপল্লী ১০৪ অমিয় দেব একান্ত তিনের শান্তিনিকেতন উপভোগ খুব বেশিদিন চলেনি। যে-সময়ের কথা বলছি তখন বোলপুর-শান্তিনিকেতনে নকশাল ছোঁয়া লাগছে। বোলপুরে সেই দালাল এম্পোরিয়াম সম্মুখীন কাটামুণ্ড ঠিক কবে দেখেছিলাম মনে নেই; ওইরকম সময়েই বোধহয়।