ফেলুদার আড়ালে
সত্যজিৎ যে বলেন ‘ছোটদের ছবি’ থেকেও নাকি তাঁকে ‘খোলাখুলিই’ চিনতে পারা যায়, তাহলে ছোটদের লেখা থেকেই বা নয় কেন? এখানেও তো খুব বেশি নিজেকে কিছু লুকোননি সত্যজিৎ! বলা চলে আত্মজীবনী সত্যজিৎ লিখেছেন; ধারাবাহিকভাবে লিখেছেন! লিখেছেন প্রদোষচন্দ্র…