দিলারা হাফিজের দুটি কবিতা
মীরার ভজন
খঞ্জ ভিখিরির মতন আমি নিজে
দু’হাত বাড়িয়েছি তোমার দিকদিশে;
শূন্য পেয়ালায় দু’হাত রেখে, দ্যাখো,
আমি কি আরও বেশি শূন্যতারই দিকে
পাতিনি বারবার আমার দু’টি হাত?
খঞ্জ ভিখিরির মতন আগ্রহে
দু’হাত বাড়িয়েছি তোমারই দিকে শুধু—
আধুলি…