চলচ্চিত্র বিতর্কিত চিরায়ত সোমেশ্বর ভৌমিক গ্রহীতার আবেগকে জাগ্রত করার ক্ষেত্রে ‘দ্য বার্থ অব এ নেশন’ এক চূড়ান্ত নেতিবাচক উদাহরণ তৈরি করেছে। অত্যন্ত উন্নতমানের আঙ্গিকে সমৃদ্ধ হয়েও এ ছবি এমন এক চিন্তাধারার বাহক হয়ে আছে যাকে চরম প্রতিক্রিয়াশীল ছাড়া আর কিছুই বলা যায় না।