বিজ্ঞান ও প্রযুক্তি গাছ, অ্যালেলোপ্যাথি এবং কৃষিক্ষেত্রে তার প্রয়োগ অমলেশ রায় একটা গাছ যখন নিঃশব্দে রাসায়নিক যৌগ প্রয়োগ করে তার পার্শ্ববর্তী গাছের বৃদ্ধি, বিকাশ, অস্তিত্ব ও বংশবিস্তার নিয়ন্ত্রণ করে তখন তাকে যুদ্ধ বলা যায় বই কী।