বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি, তক্কো, গপ্পো পর্ব ৩ শঙ্খদীপ ভট্টাচার্য মানুষের চাহিদা যেহেতু বিচিত্র, বহুমুখী, উদ্ভট এবং অনিশ্চিত তাই কোন মানুষ কোন অ্যাপের প্রতি আকৃষ্ট হবেন তা খতিয়ে দেখার জন্য দরকার বিগ ডেটা এবং মেশিন লার্নিং-এর সাহায্যে তার চুলচেরা বিশ্লেষণ।