সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়টা হল সম্পূর্ণ আচরণবাদী। অর্থাৎ, ক্যামেরার সামনে তিনি তাঁর অভিনেয় চরিত্রের মতোই আচরণকে তুলে ধরছেন। চরিত্রের চলাফেরায় কিংবা কথাবার্তায় কোনও বাড়াবাড়ি করছেন না।
কলেজ স্ট্রিটের বই প্রকাশনার জগৎ ইদানীংকালের অন্য কোনও বাংলা উপন্যাসে পটভূমি হিসেবে এসেছে বলে আমার অন্তত জানা নেই। সেদিক থেকে ‘আমি আশাবরী’ অভিনবত্বের দাবি করতেই পারে।