সত্য-মিথ্যার আপেক্ষিকতা কিংবা একটি অ্যাবসার্ড নির্মাণের পাঠ
আখ্যানের বিস্তারে বাস্তব আর উদ্ভটের কাণ্ডকারখানা সুনিপুণ বুননে পেয়ে যায় রুদ্ধশ্বাস থ্রিলারের মেজাজ। শব্দ ও বাক্যবন্ধের সহজ অথচ বুদ্ধিদীপ্ত প্রয়োগে ছিয়ানব্বই পৃষ্ঠার এই নভেলেট একটি সিটিংয়ে শেষ করে ফেলা যায়।