বই হল আমাদের অসুখ সারানোর বাসকপাতা : আদিত্য বন্দ্যোপাধ্যায়
যতই ডিজিটাল মাধ্যম আসুক, বইয়ের জায়গা কেউ দখল করতে পারবে না। কেন জানেন? ছাপা বইয়ের একটা আভিজাত্য আছে। ই-বুকের আছে স্মার্টনেস। ওটা সুইমিং পুল। আর ছাপা বই অনেকটা দিঘির মতো। জল কমলেও আসলে গভীরতা কমে না।