অভিজিৎ বেরার দুটি কবিতা
ট্যুরিস্ট
শুধু এই হাওয়া বদলের জন্য পর্যটনে আসা ।
দীর্ঘ উড়াল পরে
এই যে টেম্পোরারি বাসা ;
ক্রমাগত ছুঁকছুঁক
হোটেল বয়ের…
তার গভীর গোপন ঘ্রাণ
রসসিক্ত করে।
যদিও সঙ্গী পুরুষটি প্রিয়
শরীর মন্থনে—
উঠে আসে অলংকার, যত্ন কারিগর
ক্লান্ত…