গল্প ধূমকেতু অনিন্দিতা গোস্বামী সেদিন কি তার চোখের পাতা একটু ভিজে উঠেছিল? দু’ফোঁটা জল কি গড়িয়ে গিয়েছিল কোণ দিয়ে? মনে নেই সুমন্তর। ঠিক যেমন মনে নেই হ্যালির ধূমকেতু শেষপর্যন্ত তারা দেখতে পেয়েছিল কিনা।