বইপত্র আশাবরী : একটি আনন্দ-বেদনার রাগিণী কান্তিরঞ্জন দে কলেজ স্ট্রিটের বই প্রকাশনার জগৎ ইদানীংকালের অন্য কোনও বাংলা উপন্যাসে পটভূমি হিসেবে এসেছে বলে আমার অন্তত জানা নেই। সেদিক থেকে ‘আমি আশাবরী’ অভিনবত্বের দাবি করতেই পারে।