গ্রহণ অগ্রহণের কালে
মনে হচ্ছে বহুদিন অন্ধকার গুহায় বসে আমরা
গিটারের কান্না শুনছি। আমাদের কণ্ঠস্বর, বিষাদ
এখন চার দেয়ালের মধ্যে নিদ্রিত হয়ে আছে আর
অনিদ্রা জেঁকে বসেছে আমাদের চোখের ভেতরে
মন সে তো বহুদূর ভয়ঙ্কর উঁচু-নীচু পথ ধরে তার
কাছে পৌঁছতে চেয়েছিল কিন্তু অসুস্থ এ জগতে
কে বোঝে কার মর্মবেদনা?…
আরও পড়ুন
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
বাংলাদেশের হৃদয় হতে
নায়িকার অটোগ্রাফ
তিনি হাসলেন। সৌজন্য রক্ষার জন্য কৃত্রিম হাসি। কিন্তু অভিনয় তো তাঁর সহজাত দক্ষতা। ওই বানানো হাসিটার মধ্যেও প্রায় আসল…
ইলিয়াসনামা
সেই তো ইলিয়াস, আমাদের কথাসাহিত্যিক ইলিয়াস। যিনি আমাদের জীবন্ত রাখেন সর্বদা ওইসব তরতাজা জীবনলোলুপ চরিত্রের জীবনবাদী…
মৃত্যুর সময় একটা কথাও বলতে পারল না সে। বলার মতো অবস্থাও ছিল না। সে মারা গেল অবিনাশের কোলে মাথা রেখে। তার শরীরের কোথাও অখণ্ডতা বলে কিছু ছিল না কিন্তু বুকপকেটে সেই ফটোখানা তেমনই অবিকৃত ছিল। ভাইবোনে তোলা ফটো।
আরও পড়ুন
মারুফ রায়হানের দুটি কবিতা
কবিতার মুহূর্ত
গুমোট গম্ভীর অন্ধকার। কোথাও আশা নেই, ভালবাসা নেই। তারপরও নক্ষত্রেরা ফুটে উঠতে থাকে আকাশের…
আলাউদ্দিন রোডের সেই মেয়েটি
দু-দিন মেহবুব বাড়িতে বসে থাকল, দিনরাত নিজের ঘরে বিছানায় শুয়ে, অফিসের ব্যাপারে মাকে কিছু জানাল না। কোনও অসুখও করেনি,…
রাতে বিছানায় শুয়ে বালিশের নীচে হাত যেতেই সুলতান অবাক হয়। সে বস্তুটা নিয়ে বাথরুমে যায়। কাগজের রংচঙা প্যাকেটের ভেতর ধারালো একটা ছুরি। দিন সাতেক আগে দোকানের ফল কাটার প্রয়োজনে ছুরিটা কিনেছিল। বাথরুমের আলোয় সে ছুরিটা দেখে, চকচক করছে ধারালো ছুরিটা। বালিশের নীচে ছুরি রেখেছে কেন?
আরও পড়ুন
বাংলাদেশের চিত্রিত মৃৎশিল্প
বাঙালি জাতির স্বকীয়তা ও নান্দনিকতা একাকার হয়ে আছে এ সকল শিল্পকলায়। জনরুচির পরিবর্তন, কাঁচামালের অভাব, দক্ষ কারিগর…
দিলারা হাফিজের দুটি কবিতা
মীরার ভজন
খঞ্জ ভিখিরির মতন আমি নিজে
দু’হাত বাড়িয়েছি তোমার দিকদিশে;
শূন্য পেয়ালায় দু’হাত রেখে, দ্যাখো,
আমি কি…
ফুলগন্ধ অন্ধকার
কল্পনার আল্পনায়
সাজিয়েছি তোমাকে
যে আমি তোমার
আদরের অন্তর্জন্তু।
প্রতিশ্রুত সমুদ্র
দেখাতে দ্বিধা যাকে,
নভো-কুৎসিতে
সে তো ছিল তোমার
মাটিমধুর অববাহিকা।
কতটা উদার-উদাস হলে
তুমি পাবে তার
আত্মার আওয়াজ,
জানা নেই
সম্প্রচারসভ্যতার!
মরচে ধরা নীলিমায়
নিঃশব্দ তারার দামামা
পরিদের…
আরও পড়ুন