কুম্ভীর বিভ্রাট
বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প "কুম্ভীর বিভ্রাট"। পাঠ করেছেন সতীনাথ মুখোপাধ্যায়।
Recover your password.
A password will be e-mailed to you.
বাংলা সাহিত্যে ব্যঙ্গরসমূলক রচনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় শীর্ষস্থানীয়। তাঁর জন্ম ১৮৪৭ খ্রিস্টাব্দে (৬ শ্রাবণ ১২৫৪)। তাঁর রচনারীতির মৌলিকতা, ভাষা ও ভঙ্গির অনায়াসস্বাচ্ছন্দ্য, অপ্রাকৃতের মধ্যেও একটা নিয়মের অনুসরণ এবং নিষ্ঠ জীবন-সমালোচনা আজও পাঠককে মুগ্ধ করে। তিনি কাহিনি বর্ণনা করেন বৈঠকি ঢঙে, যেন শ্রোতাকে সামনে রেখে কথা বলছেন। এই কথকতার ক্ষমতা ছিল তাঁর অসাধারণ। তাঁর ভাষা সরল, সহজ, অনাড়ম্বর। নিজের লেখার মতোই ত্রৈলোক্যনাথের জীবনকাহিনি কৌতূহলোদ্দীপক এবং কর্মজীবনও ছিল বৈচিত্র্যময়। স্বশিক্ষিত ত্রৈলোক্যনাথ বাংলা, ওড়িয়া, উর্দু, হিন্দি, সংস্কৃত ও ইংরেজি ভাষায় যেমন পারদর্শিতা অর্জন করেছিলেন, তেমনই ভূতত্ত্ব, রসায়ন, প্রাণিবিদ্যা, নৃতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান প্রভৃতি জ্ঞানবিজ্ঞানের নানা শাখায় অধিকার লাভ করেছিলেন। ১৯১৯ সালের ৩ নভেম্বর (১৭ কার্তিক ১৩২৬) পুরীর সমুদ্রতীরে তাঁর মৃত্যু হয়। ত্রৈলোক্যনাথ রচিত বাংলা গ্রন্থগুলি হল : কঙ্কাবতী (উপকথার উপন্যাস, সচিত্র), ভূত ও মানুষ (গল্প, সচিত্র), ফোকুলা দিগম্বর (সামাজিক উপন্যাস), মুক্তা-মালা (উপন্যাস), ময়না কোথায়? (উপন্যাস), পাপের পরিণাম (উপন্যাস), ডমরু-চরিত (গল্পগ্রন্থ)। এছাড়া, অমৃতলাল সরকারের সহযোগে তিনি ভারতবর্ষীয় বিজ্ঞান সভার সংক্ষিপ্ত ইতিহাস রচনা করেন এবং সুবিখ্যাত বিশ্বকোষের প্রথম দু’খণ্ডের সংকলনে ভাই রঙ্গলালকে সাহায্য করেন।
Recover your password.
A password will be e-mailed to you.