ত্বিষা মুখার্জীর জন্ম দক্ষিণ কলকাতায়। মানবসম্পদে স্নাতকোত্তর। পেশায় ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। অনুরাগ আলোকচিত্ৰ, দেশ-বিদেশের সাহিত্যচর্চা, ইতিহাস ও প্রাচীন স্থাপত্যের প্রতি। নেশা সড়কপথে ভ্রমণ, দু-চাকা কিংবা চার চাকায়। ভ্রমণ, লোকসংস্কৃতি ও বিভিন্ন বিষয়ে বেশ কিছু তথ্য-চলচ্চিত্র নির্মাণ করেছেন।
আজন্ম কলকাতায় বড় হওয়া, ফোন না করে আত্মীয়-বন্ধুর বাড়ি না যাওয়া তথাকথিত ‘সভ্য’ মানুষ। অচেনা অজানা এক আদিবাসী পরিবারের কাছ থেকে এই আতিথেয়তা পেয়ে অভিভূত হয়ে বসে রইলাম।