মাথায় মাথায়
খুব ছোটবেলায় মেজমামা একটা অঙ্ক জিজ্ঞেস করে চকিতে নির্ভুল উত্তর পেয়ে বলেছিল আমার মাথাটা ভাল। অথচ আজ এই পরিণত বয়সে প্রায় রোজই বউয়ের কাছে শুনতে হয় আমার মাথা খারাপ।
Recover your password.
A password will be e-mailed to you.
স্বপন নাগের জন্ম হাওড়া জেলার এক গ্রামে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি থেকে অধুনা অবসরপ্রাপ্ত। চাকরিসূত্রে দীর্ঘ কুড়ি বছর কেটেছে উত্তরপ্রদেশের কানপুরে। ২০০২ থেকে ইছাপুরে। মূলত কবিতাই লেখেন, মাঝেমধ্যে রম্যরচনা। হিন্দি কবিতার বাংলা অনুবাদও করেছেন। কবি কেদারনাথ সিংয়ের পঁচিশটি কবিতার অনুবাদ গ্রন্থ সেটি। অন্যান্য কাব্যগ্রন্থের নাম : 'ইচ্ছে আমার বনকাপাসী মাঠ', 'স্থির স্বপ্নে জেগে আছি', 'প্রিয় ২৫' এবং 'বিষাদ এসে ঘর বেঁধেছে’।
Recover your password.
A password will be e-mailed to you.