Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Author

সুকান্ত গঙ্গোপাধ্যায়
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম হুগলির উত্তরপাড়ায়। সেখানেই স্কুল-কলেজের পাঠ। এ ছাড়াও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য পেয়েছেন আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস, ছোটগল্প রচনার জন্য পেয়েছেন আনন্দ-ন্যাশনাল ইনসিওরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য পেয়েছেন ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পুরস্কার। এ ছাড়াও পেয়েছেন গল্পমেলা পুরস্কার, বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার প্রভৃতি।
আশ্চর্য গোলক
অবাক হয়ে সোনাদার দিকে তাকিয়ে থাকে সাম্য। সোনাদা কি কোনও অলৌকিকতার কথা বলছে? এসব তো সোনাদা কোনওদিনই বিশ্বাস করে না। ব্যাপারটা ঠিক কী, বুঝে উঠতে পারছে না সাম্য। মণিবউদির দিকে ঘাড় ঘুরিয়ে সাম্য জানতে চায়, জিনিসটা কী?