বিতর্কিত চিরায়ত
গ্রহীতার আবেগকে জাগ্রত করার ক্ষেত্রে ‘দ্য বার্থ অব এ নেশন’ এক চূড়ান্ত নেতিবাচক উদাহরণ তৈরি করেছে। অত্যন্ত উন্নতমানের আঙ্গিকে সমৃদ্ধ হয়েও এ ছবি এমন এক চিন্তাধারার বাহক হয়ে আছে যাকে চরম প্রতিক্রিয়াশীল ছাড়া আর কিছুই বলা যায় না।
Recover your password.
A password will be e-mailed to you.
অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করে গত চার দশক ধরে সোমেশ্বর ভৌমিক ব্যস্ত আছেন মিডিয়া নিয়ে গবেষণায়। পেশার সূত্রে খুব কাছ থেকে দেখেছেন জগৎটাকে। লেখালেখির মূল বিষয় মিডিয়ার অর্থনীতি, সমাজতত্ত্ব আর প্রভাব, মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা, মিডিয়ার সঙ্গে জড়িত মানুষজন, এইসব— বাংলা ইংরেজি, দুই ভাষাতেই। আরও একটি আগ্রহের বিষয়, রবীন্দ্রনাথের দৃশ্যকলা-সম্পর্কিত ভাবনা। তাঁর রচিত বইয়ের মধ্যে আছে— ‘Cinema and Censorship: the politics of control in India’ (2009), ‘রূপের কল্পনির্ঝর: সিনেমা আধুনিকতা রবীন্দ্রনাথ’ (২০১১), ‘নজরবন্দী সিনেমা’ (২০১৯), ‘মিডিয়া সময় সমাজ’ (২০১৯) আর, ‘নিজেকে নিজের দান: রবীন্দ্রনাথের ছবি আঁকার গল্প’ (২০২০)।
Recover your password.
A password will be e-mailed to you.