ট্রান্স সাইবেরিয়ান ট্রেনে
প্রশান্ত মহাসাগর পাড়ে ভ্লাদিভস্তক (VLADIVOSTOK) থেকে সাতটি টাইম জোন পেরিয়ে ন’হাজার কিলোমিটারের বেশি ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি সাত দিনে পৌঁছে যায় মস্কো শহরে।
Recover your password.
A password will be e-mailed to you.
রতনলাল বিশ্বাস ভ্রমণ-সাহিত্যে একটি অতিপরিচিত নাম। প্রায় পঞ্চাশ ধরে ভ্রমণই তাঁর অন্যতম নেশা। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। ট্রেকিংয়েও বিশেষ পারদর্শী লেখক লাদাখ, কাশ্মীর, হিমাচল, গাড়োয়াল, কুমায়ুন, নেপাল ও সিকিম এবং পশ্চিমবঙ্গসহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। পাহাড় ও সমুদ্রোপকূল, নদী, অরণ্য এবং মরুভূমি মিলিয়ে ট্রেক করেছেন প্রায় ১৮০০০ কিলোমিটার। ফটোগ্রাফি ও ভ্রমণ-সাহিত্যের জন্য পেয়েছেন বিস্তর রাজ্য ও জাতীয় স্তরের সম্মান ও পুরস্কার। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের আলোচনায় ও প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশগ্রহণ করেন। লিখেছেন ‘নেপালের তিন দিগন্ত’, ‘নেপাল থেকে নেপালে’, ‘নেপাল ট্রেকিং সমগ্র’, ‘ট্রেকিং গাইড প্রথম ও দ্বিতীয় খণ্ড’, ‘দুপায়ে দুকুলে’, ‘লা সো লাদাখ’ ইত্যাদি গ্রন্থ।
Recover your password.
A password will be e-mailed to you.