মৃদুল দাশগুপ্তের দুটি কবিতা
১
দেখাবে আলোর বেশি, জ্বল জ্বলে,
জলের চেয়েও কিছু অধিক তরল
উদ্বেগে বাতাস বুঝি
যেতে গিয়ে সোজাসুজি
হতবাক, স্থানুবৎ, অচল অচল।
কী আর তখন ভারী, পালকের চেয়ে লঘু
লোহা ও পর্বতমালা চপল পশম
দেহ, বাধা ভেদ করে
তাহলে দৌড়োবে জোরে
যেন চক্ষু…