মণীশ দাস ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউট অফ ইন্ডিয়া, পুনের (FTII, Pune) প্রাক্তনী। তথ্যচিত্র এবং শিক্ষামূলক সিনেমা বানানোর সঙ্গে যুক্ত এবং মাঝেমধ্যে সিনেমা শিক্ষা এবং সিনেমা নিয়ে লেখালেখি করার কাজে নিযুক্ত।
অনেকে মনে করেন, হলিউডের বৃহৎ পুঁজিনির্ভর স্টুডিও সিস্টেমের মধ্যে দিয়ে যে বিভিন্ন ঘরানা বা genre-র ফিল্ম তৈরি হত তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী ঘরানা হল এই ‘Film noir’।