নদী, গাছ, পাখি ও দুটো জ্বলন্ত চিতা
সুন্দরী নদীটার চোখ থেকে এখন ঝরঝর করে জল ঝরতে লাগল। ছাতিম গাছটাও ঝরঝর করে পাতা ঝরাল। শ্বাস ফেলল। লম্বা লম্বা শ্বাস। একলা পাখিটা দুটো ডানা মেলে উড়ে এল।
Recover your password.
A password will be e-mailed to you.
ঝুমুর পাণ্ডের জন্ম আসামের হাইলাকান্দি জেলার কাটলিছড়া চা বাগান অঞ্চলে এক প্রগতিশীল সংস্কৃতিমনস্ক পরিবারে। বাবা সমাজকর্মী বিনয়কুমার পাণ্ডে ও মা প্রয়াতা সমাজকর্মী লীলা পাণ্ডে। ছোটবেলা থেকেই লেখালেখির শুরু এবং বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখালেখি। মূলত চা বাগান ও খেটে খাওয়া নিম্নবর্গের প্রান্তিক মানুষজনদের নিয়েই রচনা করেন আখ্যান। সাহিত্যের সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। তামিল, তেলুগু, ওড়িয়া, মারাঠি, ইংরেজি, হিন্দি, অসমীয়া, মণিপুরি, সাদরি ইত্যাদি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে। নারী আন্দোলন এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত লেখিকা সেতারও বাজান। চা বাগান ও শহরের বস্তি অঞ্চলেও কাজ করেন।
Recover your password.
A password will be e-mailed to you.