আমার বন্ধু নেসো
নেসো আর অন্য বন্ধুরা, যারা স্কুলে ভর্তি হতে পারল না, তারা সবাই আমার স্কুলে চলে আসত, ক্লাসের দরজার সামনে ভিড় করে দাঁড়াত, আমাদের দেখতে উঁকি মারত ভেতরে। কিন্তু মাস্টারমশাই তো তাদের ভেতরে ঢুকতে দিতেন না।
Recover your password.
A password will be e-mailed to you.
হোভান্স তুমানিয়ান আর্মেনিয়া'র জাতীয় কবি (১৮৬৯-১৯২৩)। ছিলেন একাধারে কবি, লেখক, অনুবাদক, সাহিত্য-আন্দোলন ও গণ-আন্দোলনের সক্রিয় কর্মী। বাবা ছিলেন ধর্মযাজক। অর্থাভাবে প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ। উপন্যাসের পাশাপাশি লিখেছেন ব্যালাড, উপকথা, মহাকাব্যিক কাহিনি, সমালোচনা ও সংবাদ সাহিত্য। ঋজুবাক, বাস্তববাদী তুনামিয়ান সমসাময়িক দৈনন্দিন জীবনের ছবি এঁকেছেন তাঁর রচনায়। আরমেনিয়া-র মূর্ত প্রতীক তাঁর কাব্য। রাশিয়া'র সংস্কৃতিতে আলেক্সান্ডার পুশকিন-এর অবস্থানের সঙ্গে আর্মেনিয়া'র সাহিত্যে তুনামিয়ান-এর অবস্থান তুলনীয়। তাঁর বহু কাহিনি চলচ্চিত্রায়িত হয়েছে।
Recover your password.
A password will be e-mailed to you.