গানের সলিলে
অসম্ভব একটা খেদ ছিল সলিলদার। বহু আলোচনায় সলিলদা দুঃখ করে বলেছেন, সঙ্গীতকার হিসেবে রবীন্দ্রনাথের গানই একমাত্র স্বীকৃতি পেয়েছে এদেশে। আর বাদবাকি ধ্রুপদী সঙ্গীত। আধুনিক গানকে সেই হিসেবে স্বীকৃতি দেওয়া হল কই!
Recover your password.
A password will be e-mailed to you.
বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের জন্ম কলকাতায়। পড়াশোনা স্যার নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউশন থেকে। বাড়িতে গানবাজনার পরিবেশ ছিল। সেই সূত্রে ছেলেবেলাতেই সঙ্গীতচর্চার শুরু। পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের পাঠ নিয়েছেন অধ্যাপক জোসেফ নস্কর এবং স্ট্যানলি গোমেসের অধীনে। পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ কে সি বন্দোপাধ্যায় এবং পণ্ডিত ভীমসেন যোশীর কাছে। ফলে দু’ধরনের সঙ্গীতে উপাদানকেই তিনি আত্মীকরণ করে নিয়েছেন সঙ্গীতজীবনে। তিনি প্রধান সহকারী হিসেবে কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও সুরকার সলিল চৌধুরীর সান্নিধ্যে ছিলেন দীর্ঘ প্রায় দেড় দশক। বছর দুয়েকের জন্য দক্ষিণী সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন। ঘনিষ্ঠ ছিলেন প্রখ্যাত ‘মহিনের ঘোড়াগুলি’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায়ের। বেহালাবাদক হিসেবে কাজ করেছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গেও। এছাড়াও মৃণাল সেন, গোবিন্দ নীহালানি, ঋতুপর্ণ ঘোষ, ফ্লোরিয়ান গ্যালেনবার্গার, অপর্ণা সেন, অমল পালেকর, ভাবনা তলওয়ার প্রমুখ চিত্রপরিচালকের জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবিতে সঙ্গীত নির্দেশকের দায়িত্ব পালন করেছেন। অন্তত পাঁচশো বিজ্ঞাপনের জিঙ্গল তৈরি করেছেন এবং বিভিন্ন টিভি চ্যানেলের সিগনেচার টিউন তাঁরই হাতে গড়া। তাঁর সুরারোপিত অনেক গান মানুষের মুখে মুখে ফেরে।
Recover your password.
A password will be e-mailed to you.