মানুষের মতো মানুষ
নবাব সাহেবের হাসিও ছিল বেশ মিতব্যয়ী। এবং যখন হাসির প্রয়োজন হত তখন তিনি কৃপণের মতো হাসতেন। অদ্ভুত চরিত্র তাঁর! যেন হাসলেই তাঁর পকেট ফাঁকা হয়ে যাবে।
Recover your password.
A password will be e-mailed to you.
আসাদ মুহাম্মদ খান পাকিস্তানের বিশিষ্ট উর্দু কথাসাহিত্যিক যিনি মাঝে মাঝে কবিতাও লেখেন। ১৯৩৩ সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন। এখন পাকিস্তানের করাচিতে থাকেন। তিনি একাধারে ছোটগল্পকার, কবি, নাট্যকার এবং অনুবাদক। বেশ কয়েকটি টেলিভিশন নাটক লিখেছেন এবং আজ অবধি পাঁচটি ছোটগল্পের সংগ্রহ প্রকাশ করেছেন। ‘The Harvest of Anger and Other Stories’ নামে তাঁর ছোটগল্পের একটি ইংরেজি অনুবাদ সংকলন প্রকাশ করেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (করাচি) ২০০২ সালে পাকিস্তান রাইটার্স সিরিজের অংশ হিসাবে। ‘খিড়কি ভর আসমাঁ’, ‘নর্বদা’, ‘ঘুসসে কি নই ফসল’, বুর্জ-এ খামোশান’, ‘ইক টুকরা ধুপ কা’, ‘টুকরোঁ মেঁ কহি গই কহানি’ সহ একাধিক গ্রন্থের রচয়িতা তিনি।
Recover your password.
A password will be e-mailed to you.