আবার আগুন শিখা
ঘরকে জিজ্ঞেস করি, বল, তুই
কোন স্ত্রীলোকের ঘর, তোর পাশে যে পথ
সে পথে কে হেঁটে গেছে পঙ্গু পুরুষ?
Recover your password.
A password will be e-mailed to you.
অরুণেশ ঘোষের জন্ম কোচবিহার জেলায়, ১৯৪১ সালের ২৯ ডিসেম্বর। বাংলা সাহিত্যের ষাট দশকের সবচেয়ে স্বাধীনচেতা, গভীর, শক্তিশালী কবি তিনি। একাধারে কবি, প্রাবন্ধিক, নাটককার, ঔপন্যাসিক ও অনুবাদক। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শব ও সন্ন্যাসী’। অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘গুহা মানুষের গান’, ‘সহজ সন্তান যাঁরা’, ‘দীর্ঘ নীরবতা’, ‘বিপথিক’, ‘কাল কবীরের দোহা’, ‘কবিতা সংগ্রহ’, ‘পশুরাও অন্তর্লীন হাসে’ ইত্যাদি। মেকি সভ্যতার মুখোশ খুলে দিতে ছত্রে ছত্রে আত্মজৈবনিক উপাদান ব্যবহার করেছেন, যা তাঁর কবিতাকে বিশিষ্টতা দিয়েছে। সম্পাদনা করেছেন ‘জিরাফ’ নামক পত্রিকার। আটপৌরে জীবন কাটিয়েছেন। ২০১১ সালের ২৪ আগস্ট জলে ডুবে মৃত্যু হয় তাঁর।
Recover your password.
A password will be e-mailed to you.