শবাসন
আসনে দক্ষ ছিল ইন্দ্রজিৎ। দেখবার মতো। আর রাজা, যার প্রণোদনায় আমার ওতে প্রবেশ, এসে প্রায়ই আসন করত আমাদের সঙ্গে। রাজা মানে রাজা চট্টোপাধ্যায়। ছিল সুশীলেশ ভট্টাচার্য। নকশাল হয়ে বাড়ি ছাড়ে এবং নাম পাল্টায়।
Recover your password.
A password will be e-mailed to you.
তুলনামূলক সাহিত্যের প্রবাদপ্রতিম অধ্যাপক অমিয় দেব দীর্ঘ সময় অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাষা ও সাহিত্য বিভাগে। তিনি বাংলা তথা ভারতীয় সাহিত্যকে গ্রহণ করেছেন বিশ্বসাহিত্যের পটভূমিতে। তাঁর হার্দ্য, অনুভববেদ্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সাহিত্য সমালোচনার নৈর্ব্যক্তিক ঘরানার গুরুত্বপূর্ণ সংযোজন, যা বিশ্লেষণের পাশাপাশি নিরন্তর পাঠকের সাহিত্যপাঠের পদ্ধতিকে প্রশ্নে তাড়িত করে এবং সাহিত্যের সঙ্গেই বিভিন্ন সাংস্কৃতিক উপাদানকে সম্পৃক্ত করে নেয়। বুদ্ধদেব বসু ও সুধীন্দ্রনাথ দত্তকে নিয়ে তাঁর লেখা জীবনীগ্রন্থ বাংলা জীবনীসাহিত্যের ধারায় সমৃদ্ধ সংযোজন। রবীন্দ্রসাহিত্য ও আধুনিক বাংলা কবিতা নিয়ে মৌলিক প্রবন্ধ-নিবন্ধ ছাড়াও সম্পাদনা ও অনুবাদে সিদ্ধহস্ত অধ্যাপক দেব। সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়ের রচনা সংকলনের সম্পাদনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। পাশাপাশি ইউরোপীয় এবং একাধিক ভারতীয় ভাষা থেকে একাধিক গুরুত্বপূর্ণ রচনার অনুবাদ করেছেন। যে কয়েকটি কাজের জন্য তাঁর সমালোচক পরিচিতি আন্তর্জাতিক মানবিকীবিদ্যাচর্চায় অভূতপূর্ব স্বীকৃতি লাভ করেছে তা হল : ‘কম্পারেটিভ লিটারেচার : থিয়োরি অ্যান্ড প্র্যাকটিস’ (শিশিরকুমার দাশের সঙ্গে), ‘রিনিউয়াল অব সং : রেনোভেশন ইন লিরিক কনসেপশন অ্যান্ড প্র্যাকটিস’ (with Earl Roy Miner), ‘এপিক অ্যান্ড আদার হায়ার ন্যারেটিভস : এসেজ ইন ইন্টারটেক্সুয়াল স্টাডিজ’ (with Steven Shankman), ‘টেগোর অ্যান্ড চায়না’ ইত্যাদি। বাংলা গ্রন্থ : ‘সুধীন্দ্রনাথ দত্ত’, ‘দুই তিরিশে : অক্টোবর-নভেম্বর সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু’, ‘কী ফুল ঝরিল’, ‘মহিম রুদ্রের মৃত্যু ও অন্যান্য’।
Recover your password.
A password will be e-mailed to you.