পাপীতাপী ও যোগিনী
উজ্জ্বল পিত্তলের মতো মুখের রং তার। মুখমণ্ডল, কণ্ঠ এবং বাহু তেল চকচকে, মসৃণ, গোরোচনাবর্ণ। চওড়া কপালে মেটে সিঁদুরের বড় গোলাকার ফোঁটা, যেন গঙ্গার চরে সদ্য উঠে চাঁদ খানিক বিশ্রাম নিচ্ছে। চোখের মণি গভীর, এই প্রায়ান্ধকারে তীব্র। প্রাচীন কোনও…