বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে শিবরাম চক্রবর্তীর গল্প “স্বামী মানেই আসামী”। পাঠ করেছেন রমাপদ পাহাড়ি।

Recover your password.
A password will be e-mailed to you.
বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে শিবরাম চক্রবর্তীর গল্প “স্বামী মানেই আসামী”। পাঠ করেছেন রমাপদ পাহাড়ি।
শিবরাম চক্রবর্তীর জন্ম ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর। মালদার সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে পড়াশুনো। স্বদেশী আন্দোলনে যোগ দেবেন বলে ম্যাট্রিকের ফাইনাল না দিয়েই চলে আসেন কলকাতায়। পরে অবশ্য কলকাতার গৌড়ীয় সর্ববিদ্যায়তন থেকে ম্যাটিক পাস করেন। কলকাতায় সংস্পর্শে আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বিপ্লবী বিপিনবিহারী গাঙ্গুলি, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখের। কাগজের হকারি করেছেন, সাংবাদিকতা করেছেন, পত্রিকার সম্পাদকও হয়েছেন এবং জেল খেটেছেন। কারাবাসে সান্নিধ্যে এসেছেন কবি কাজী নজরুল ইসলামের। শুরুতে কবিতা লিখতেন। পরে গল্প, উপন্যাস ও রম্যরচনায় মনোনিবেশ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকৃতি ‘আজ এবং আগামীকাল’, ‘চাকার নীচে’, ‘মস্কো বনাম পণ্ডিচেরী’, ‘যখন তারা কথা বলবে’, ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’ প্রভৃতি। তাঁর লেখা ‘বাড়ি থেকে পালিয়ে’ উপন্যাসের চলচ্চিত্রায়ন করেছেন ঋত্বিক ঘটক। প্রায় ছ’দশকের লেখকজীবনে দেড়শোরও বেশি বই লিখেছেন। তাঁর সৃষ্ট হর্ষবর্ধন, গোবর্ধন, ইতু, বিনি ইত্যাদি চরিত্র তুমুল জনপ্রিয়। পেয়েছেন মৌচাক পুরস্কার, আনন্দ পুরস্কার এবং মরণোত্তর বিদ্যাসাগর পুরস্কার। ১৯৮০ সালের ২৮ আগস্ট এসএসকেএম হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।
আগের লেখা
পরের লেখা
Recover your password.
A password will be e-mailed to you.