বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। প্রতি সপ্তাহের শনিবার। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প “যাকে ঘুষ দিতে হয়”। পাঠ করেছেন দেবেশ চট্টোপাধ্যায়।

খুব ভালো উদ্যোগ।
সাফল্য কামনা করছি।
ভালোই তবে আর একটু ধীরে হলে মনে হয় আরও ভালো হতো।
Khub bhalo
Khub bhalo 👍
দারুণ হবে।
খুব ভালো লাগল, একটি সময়োপযোগী উদ্যম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।