
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

তপন বন্দ্যোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের সাতক্ষীরায়। লেখাপড়া উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এল এম এস হাইস্কুল, কলকাতার আশুতোষ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাঁর প্রথম বই কবিতার। পরবর্তীতে গল্প-উপন্যাস মিলিয়ে লিখেছেন প্রায় ১৩০টি গ্রন্থ। তাঁর রচনা ‘মহুলবনীর সেরেঞ্চা’ চলচ্চিত্রায়িত হয়েছে। পেয়েছেন রাজ্য সরকারের বঙ্কিম পুরস্কার সহ বাংলাদেশ ও ভারতের বেশকিছু পুরস্কারও।
আগের লেখা
পরের লেখা