বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে রবিশংকর বলের গল্প “বরফের ভাস্কর্য”। পাঠ করেছেন সন্ধ্যা দে।

Recover your password.
A password will be e-mailed to you.
বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে রবিশংকর বলের গল্প “বরফের ভাস্কর্য”। পাঠ করেছেন সন্ধ্যা দে।
রবিশংকর বলের জন্ম ৮ মে ১৯৬২। কলকাতায়। ‘হেমন্তের এলিজি ও অন্যান্য কবিতা’ কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশ। প্রথম উপন্যাস ‘স্বপ্নযুগ’। লিখেছেন পঁচিশটি উপন্যাস। প্রথম গল্পগ্রন্থ ‘দারুনিরঞ্জন’। গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে পাঁচটি। কবিতা, গল্প, উপন্যাস ছাড়াও লিখেছেন বেশ কিছু প্রবন্ধ। ‘মধ্যরাত্রির জীবনী’ উপন্যাসের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সুতপা রায়চৌধুরী স্মৃতি পুরস্কার। ‘দোজখনামা’ উপন্যাসের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার। ২০১৭ সালের ১২ ডিসেম্বর প্রয়াত হন তিনি।
আগের লেখা
পরের লেখা
Recover your password.
A password will be e-mailed to you.