বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে অমর মিত্র-এর গল্প “পাসিং শো”। পাঠ করেছেন দেবেশ চট্টোপাধ্যায় ।

Recover your password.
A password will be e-mailed to you.
বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে অমর মিত্র-এর গল্প “পাসিং শো”। পাঠ করেছেন দেবেশ চট্টোপাধ্যায় ।
অমর মিত্রর জন্ম বাংলাদেশের সাতক্ষীরায়। রসায়নশাস্ত্রে স্নাতক। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মূলত গল্প-উপন্যাস লেখেন। তাঁর রচনায় গ্রাম ও নগরের মানুষের ঐশ্বর্য হারানোর বেদনা মূর্ত হয়ে ওঠে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : ‘পাহাড়ের মতো মানুষ’, ‘অমর মিত্রের শ্রেষ্ঠ গল্প’, ‘অর্ধেক রাত্রি’, ‘ডানা নেই উড়ে যায়’, ‘ধুলোগ্রাম’, ‘অশ্বচরিত’, ‘আগুনের গাড়ি’, ‘ধ্রুবপুত্র’, ‘নদীবসত’, ‘কৃষ্ণগহ্বর’, ‘অরুন্ধতী তারার রাত’, ‘আসনবনি’, নিস্তব্ধ নগর’, ‘প্রান্তরের অন্ধকার’, ‘ভিআইপি রোড’, ‘শ্যাম মিস্ত্রী কেমন ছিলেন’, ‘নিসর্গের শোকগাথা’, ‘গজেন ভূঁইয়ার ফেরা’, ‘জনসমুদ্র’, ‘সবুজ রঙের শহর’, ‘সমাবেশ’, ‘সারিঘর’, ‘সুবর্ণরেখা’, ‘সোনাই ছিল নদীর নাম’, ‘হাঁসপাহাড়ি’, ‘মোমেনশাহী উপাখ্যান’ প্রভৃতি। পেয়েছেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পুরস্কার, সমরেশ বসু পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার, বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার, অমৃতলোক পুরস্কার এবং আকাদেমি পুরস্কার।
আগের লেখা
পরের লেখা
Recover your password.
A password will be e-mailed to you.