ছুঁয়ে থাকা চাই
বাঙালির মেধা, বুদ্ধি, শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতি তার অনুরাগ ও চর্চা নিজেদের মধ্যে তো বটেই, এই দেশে এবং দেশের বাইরেও আগ্রহের বিষয় হয়ে থেকেছে বহুকাল। রোজকার ডাল-ভাতের জীবনযাপনের ভেতরে, সময়ের অনেক উথালপাথালের ভেতরেও বাঙালি তার ভাবনার পরিসরকে, চিন্তা-চেতনার প্রবাহকে রুদ্ধ করেনি। সেখানেই তার গোত্র আলাদা। শুধু শিল্প-সাহিত্য-সংস্কৃতিই বা কেন। দর্শনে, বিজ্ঞানে, ইতিহাসে অন্য ও অনন্য চিন্তার দিশারী হতে আটকায়নি তার। এইসব পথের পথিক যাঁরা তাঁদের বাঙালি শ্রদ্ধা করেছে, ভালবেসেছে, মনে রেখেছে। কখনও কখনও যে তাতে টোল খায়নি এমন নয়। মরচেও পড়েছে। যদিও তাতে করে ধারাটি যে এখনও বহমান সেকথা অস্বীকার করা যায় না। গড় বাঙালির সবাই যে এই ধারারই শরিক এমন কোনও দাবি নেই। তা হওয়া সম্ভবও নয়। পৃথিবীর অন্য কোনওখানেও এমনটা হয় বলে সাক্ষ্য নেই। তবে বাঙালির যে এক বিশেষ পরিচয় গড়ে উঠেছে মননের অগ্রাধিকারে সেকথাই বা ভোলা যাবে কী করে। সেক্ষেত্রেও সবাই যে বিশিষ্ট হয়ে উঠবেন এমনটা নয়। যাঁরা হয়ে ওঠেন তাঁদের আমরা আরও অনেকের প্রতিনিধির চেহারায় দেখে থাকি।
আরও পড়ুন
আরও পড়ুন