শুরু হোক পাঠকের সুখপাঠ
সাহিত্যের সবই সুখপাঠ্য নয়। যে কোনও পাঠকই বলতে পারেন এমন কথা। তবে সে কথা বোধহয় বাইরের। সৃষ্টি যদি অনাসৃষ্টি না হয় তা হলে তার রস মনের ভেতরে চারিয়ে যাওয়া তো একরকমের সুখই। সৃষ্টির ধরন নানারকম হতে পারে কিন্তু শিল্পের গভীরের সত্যটি প্রকৃত পাঠককে নিশ্চয়ই সুখ দেয়। 'সুখপাঠ ' সেই সুখে বিশ্বাসী। চেতনায় অবিশ্বাসকে সে অসুখ বলেই ধরবে।
আরও পড়ুন
আরও পড়ুন