প্রতিষেধক
সেই গেলাসের গল্পটা অনেকের জানা আছে নিশ্চয়ই। যে গেলাসে আধাআধি জল রাখা থাকে। তার সঙ্গে রাখা থাকে একটি প্রশ্নও। গেলাসটা অর্ধেক ভর্তি না কি অর্ধেক খালি? উত্তরে কেউ বলেন আধা খালি, কেউ বলেন আধা ভর্তি। উত্তর থেকে বোঝা যেতে পারে জীবনকে একজন কীভাবে দেখেন। যিনি অর্ধেক ভতি দেখেন তিনি আশাবাদী। যিনি দেখেন অর্ধেক খালি তার দৃষ্টি নিরাশার।
আরও পড়ুন
আরও পড়ুন